Breaking News

জামায়াত-এনসিপির আসন সমঝোতা নিয়ে ৮ দলীয় জোটের আলোচনা চলছে

ডেস্ক নিউজ: জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে কলেবর বাড়তে পারে ইসলামী আট দলীয় জোটের।
জামায়াত ও ইসলামী আন্দোলনসহ আসন সমঝোতা হতে যাওয়া দলগুলোর সঙ্গী হবে এনসিপি- এমনটাই বলছেন আট দলের নেতারা।
তবে চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আরও দু-একদিন।
মনোনয়ন উত্তোলনের শেষ দিন পর্যন্ত সমঝো তা না হলে প্রত্যাহারের আগেই দলগুলোর মধ্যে আসন সম ঝোতা হবে বলে জানান নেতারা।
নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসি বাদের সঙ্গে জড়িত অপরাধীদের বিচার এবং নির্বাচ নের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে গত সেপ্টে ম্বর থেকে রাজপথে সরব ইসলামী আন্দোলন, জামা য়াত ও খেলাফ ত মজলিসসহ আট দল
আন্দোলনের ঐক্যকে নির্বাচনের মাঠে কাজে লাগা তে দলগুলোর মধ্যে আসন ভিত্তিক সমঝোতা প্রায় চূড়ান্ত। দু-একদিনের মধ্যে এ সংক্রান্ত ঘোষণা আসার কথা থাকলে ও শেষ মুহূর্তে সিদ্ধান্তে আসছে পরিব র্তন
আট দলের নেতারা বলছেন, এনসিপিসহ আরও কয়ে কটি দল তাদের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় ইচ্ছু ক। এসব দলের আগ্রহের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আ ট দলের মধ্যে আলোচনা চলছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘অনেক দলের সঙ্গে আমা দের আলাপ হচ্ছে এবং সেক্ষেত্রে এনসিপির সঙ্গেও যোগাযো গ আছে। একটা চূড়ান্ত পর্যায়ের দিকে আমরা যাচ্ছি।’
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালু দ্দীন আহমদ বলেন, এনসিপিসহ আরও দুটি পার্টি এলে আমি এটাকে পজিটিভলি দেখি। কারণ এতে করে আমাদের এ প্লাটফর্মটা বড় হলো।’
নতুন দলগুলোর জন্য যেকোনো ছাড় দিতে প্রস্তুত আছে জানিয়ে আট দলের নেতারা বলেন, অভ্যু ত্থানে র চেতনা সমুন্নত রাখতে এই ঐক্যবদ্ধ জোটকে আগা মী সংসদে পা ঠাবে ইসলাম প্রিয় মানুষ।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালা লুদ্দীন আহমদ বলেন, ‘তারা যদি আসে, আর এতে যদি আমা দের আসন কমও হয়, তাতে আমরা অসন্তুষ্ট না।
বরং আমি মনে করি প্ল্যাটফর্ম বড় হলে আমরা নির্বাচ নে ভালো ফলাফল করতে পারব। সেক্ষেত্রে আমাদের ছাড় দেয়ার মনোভাব আছে।’
আন্দোলনরত ৮ দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলা মীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমা ন আযাদ বলেন, ‘আমরা গণতান্ত্রিক ও দেশপ্রেমিক ইসলামি শক্তি। সবাইকে ইনক্লুড করেই জুলাই সনদের যে সংস্কারের হ্যাঁ-না ভোট আছে সেটাকে বিজয় করা।
 আসন বিজয়ের মাধ্যমে সরকার গঠন ও দেশ গড়ার কাজ করব, ইনশাআল্লাহ।’
নতুন জোটের চূড়ান্ত ঘোষণা দু-একদিনের মধ্যেই আনুষ্ঠা নিকভাবে জানানো হবে বলেও আট দলের নেতারা জানিয়েছে।

About admin

Check Also

পলিথিন ও প্লাস্টিক ডুমুরিয়ায় পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা। ডুমুরিয়া সহ সারাদেশে পলিথিন ও প্লাস্টিক মারাত্মক পরিবেশ ও জীববৈচিত্র্যের …