Related Articles
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ গড়েয়ার ভূল্লী নদীর পাড়ের মাটি প্রকাশ্যে দিবালোকে কেটে বিক্রি করছে প্রভাবশালীরা।
এতে আশপাশের আবাদি জমি ও ভূল্লী বাঁধ সেতু চরম হুমকির মুখে পড়েছে। কাটা মাটি রাস্তার কাজসহ বিভিন্ন স্থাপনার কাজে চড়া দামে বিক্রি করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ভূল্লী নদী বাঁধ সেতু থেকে প্রায় ১০০ থেকে ১৫০ গজ দূরে নদীপাড় কেটে তিনটি ট্রাক্টরে মাটি ভর্তি করা হচ্ছে।
পরে তড়িঘড়ি করে মাটিগুলো নদীর পূর্ব পাশে খোলা মাঠে নিয়ে গিয়ে স্তুপ করে রাখা হচ্ছে। সেখান থেকে রাস্তার কাজসহ বিভিন্ন নির্মাণকাজে বিক্রি করা হচ্ছে এসব মাটি।
এ সময় ট্রাক্টর চালক গড়েয়া গোপালপুর গ্রামের মোঃ গোলাপ মিয়া বলেন, ইতালি মুন্সি নামের এক ব্যক্তির নির্দেশে নদীর পাড় থেকে মাটি কাটা হচ্ছে। এসব মাটি চলমান রাস্তার কাজে বিক্রি করা হচ্ছে।
তিনি আরও বলেন, এটা আমাদের অন্যায় হয়েছে।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বিক্রির উদ্দেশ্যে বালু বা মাটি উত্তোলনের ফলে কোনো নদীর তীর ভাঙনের আশঙ্কা থাকলে সে ক্ষেত্রে বালু বা মাটি উত্তোলন করা নিষিদ্ধ।
একই সঙ্গে সেতু, কালভার্ট, বাঁধ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা কিংবা আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু বা মাটি উত্তোলন আইনত নিষিদ্ধ।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই স্থানে নদীর পাড় কেটে মাটি তোলা হলে সামান্য বন্যাতেই বাঁধের সেতু ও আশ পাশের ফসলি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।
পাশাপাশি আবাদি জমিতে অনায়াসে নদীর পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, যারা নদীর পাড় কাটছে, তাদের বিষয়ে খোঁজ নিয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে সহকারী কমিশনার (ভূমি)কে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, প্রভাবশালী যেই হোক না কেন, তাকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
Bartabd24.com সব খবর সবার আগে