Breaking News

শৈলকূপায় বিজিপিএস ‘৮৯ ফাউন্ডেশন  শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপায় বিজিপিএস ‘৮৯ ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার ৬ নং সারুটিয়া ইউনিয়নের আওতাধীন ১৬ টি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
মূল্যায়নের মাধ্যমে ৩য় থেকে ৫ম শ্রেণির ৭ জন করে মোট ২১ জন শিক্ষার্থীকে মাসিক হারে বৃত্তি প্রদান করা হবে বলে ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ হোসেন এফ সিএ জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক ব্যাংকার আবু জাফর জানান ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচের বন্ধুদের সংগঠন বিজিপিএস ৮৯ ফাউন্ডেশন ২০১৪ সাল থেকে এলাকায় বিভিন্ন সামাজিক  কার্যক্রম পরিচালনা করে আসছে।
এলাকার সার্বিক উন্নয়নে সংগঠনটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …