যশোর প্রতিনিধি:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশো রের ৩টি সংসদীয় আসনে সংসদ সদস্য পদে ভোট যদ্ধ করবেন জুলাই অভ্যুত্থানের তিন যোদ্ধা।
তারা হলেন-যশোর-৩ (সদর) আসনে বাংলাদেশের কমিউ নিস্ট পার্টি (সিপিবি) রাশেদ খান, যশোর-২ ( চৌগাছা-ঝিকরগাছা ) আসনে বাংলাদেশের সমাজ তান্ত্রিক দলের (বাসদ) ইমরান খান ও যশোর-৬ (কেশ বপুর) আসনে গণ অধিকার পরিষদের জেসিনা মুর্শীদ প্রাপ্তি।
নিজ নিজ নির্বাচনি এলাকায় প্রচারে তারা জুলাই অভ্যু ত্থানের স্পিরিট ধারণ করে সাধারণ মানুষের ভাগ্য পরি বর্তনের স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছে ন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিব) প্রার্থী হিসা বে লড়বেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বা য়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যশোর জেলা শাখার সভাপতি রাশেদ খান।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি দ্যালয় থেকে রসায় নে স্নাতক সম্মান ও মাস্টার্স শেষ করা রাশেদ খানে পরিবর্ত নের লক্ষ্যে নির্বাচনে প্রার্থী হয়েছেন।
তিনি বলেন, শ্রমজীবী, যুব সমাজ ও ছাত্র সমাজের প্রতি নিধি হিসাবে নির্বাচনে লড়ছি। আমি নিজেই প্রান্তিক শ্রেণি র মানুষ।
অভিজ্ঞতা থেকে প্রান্তিক জনগণের জন্য কাজ কর বো। তিনি বলেন, বৃহত্তর রাজনৈতিক দলের তৃণমূ লের নেতা কর্মীদের ওপর নিয়ন্ত্রণ নেই।
এদের কাছে জনগণ একপ্রকার জিম্মি হয়ে পড়েছে। তাদের জিম্মিদশা থেকে মুক্তি পেতে চায় সাধারণ মানুষ।
রাশেদ খান বলেন, ক্যাডারভিত্তিক রাজনীতি করি না। নিজস্ব ক্যাডার বাহিনী নেই।
প্রগতিশীল রাজনীতি করায় ধর্মভিত্তিক উগ্রগোষ্ঠীও ক্ষুব্ধ। আবার ফ্যাসিস্টরাও ক্ষুব্ধ। ফলে আমাদের নিরা পত্তা ঝুঁকি বেশি।
তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদের সুষম বণ্টন, অসাম্প্র দায়িক বাংলাদেশ, ধর্ম-জাতি লিঙ্গ নির্বেশেষে সবার সমান অধি কার, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করতে চাই।
শ্রমিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষা, স্বাস্থ্য সেবায় জাতীয় বাজেটের কমপক্ষে ৫ শতাংশ ভর্তুকি নিশ্চিত করতে চাই।
যশোর-২ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী হিসাবে লড়ছেন ইমরান খান।
প্রাণিবিদ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাত কোত্তর সম্পন্ন করা ইমরান খান ২০২১ সালে এলএলবি শেষ করেন।
বর্তমানে তিনি শিক্ষানবিশ আইনজীবী হিসাবে কর্মরত আছেন।
ইমরান খান আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পরেও একটি জনগোষ্ঠী মহান মুক্তিযুদ্ধের ওপর একধরনের অসম্মান ও হামলার ঘটনা ঘটিয়েছে।
এসব অপকর্মের বিরুদ্ধে আমরা লড়তে চাই। মুক্তি যুদ্ধের ওপর দাঁড়িয়ে থাকা সংবিধানের চার নীতি- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার অসম্প্রদায়িক, গণতান্ত্রিক শোষণহীন বাংলাদেশ বিনি র্মাণের প্রত্যয়ে কাজ করতে চাই।
নানা প্রতিশ্রুতি তুলে ধরে ইমরান খান বলেন, এ অঞ্চ লের মানুষের চিকিৎসা সেবার বড় ধরনের ঘাটতি রয়েছে।
সীমান্তবর্তী উপজেলা হওয়ায় ঝিকরগাছা ও চৌগা ছার বড় সমস্যা মাদক।
মাদক নির্মূল করতে চাই। প্রবাসীদের কল্যাণে কাজ কর তে চাই। যুবসমাজের বেকারত্ব সমস্যা নিরসন করতে চাই।
নারীবান্ধব উপজেলা হিসাবে গড়ে তুলবো। মৎস্য জীবী, গাছি, পরিচ্ছন্নতাকর্মীসহ শ্রমজীবী মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করবো।
যশোর-৬ (কেশবপুর) আসনে লড়বেন গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দো লন যশোর শাখার সাবেক সদস্য সচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তি।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক পাশ করেছেন।
বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে অধ্যয়ন করছেন।
জেসিনা মুর্শীদ প্রাপ্তি বলেন, আমি মানুষের অধিকার, ন্যায্যতা ও টেকসই উন্নয়নের জন্য নির্বাচন করছি।
তিনি বলেন, আমার অগ্রাধিকার হবে, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়ন নারীদের কর্মসংস্থান ও নিরাপত্তা তরুণদের জন্য প্রশিক্ষণ ও উদ্যোক্তা সহায়তা সড়ক, পানি নিষ্কাশন ও নদী ব্যবস্থাপনা দুর্নীতিমুক্ত,জবাব দিহিমূলক স্থানীয় প্রশাসন গড়তে চাই।