Related Articles
ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ
সুন্দরবনের নলিয়ানে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ২ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমা ন্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড আউ টপোস্ট নলিয়ান কর্তৃক খুলনার দাকোপ থানাধীন সুন্দর বনের নলিয়ান সংলগ্ন মুচির দোয়ানী খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, ১টি মাথা, ৪টি পা ও ৬০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ২ জন হরিণ শিকারিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের পরিচয়: ১। মোঃ আবু মুসাপিতাঃ আজিবর মোল্লা, গ্রামঃ ০৬ নং কয়রা, পোস্টঃ কয়রা, থানাঃ কয়রা; জেলা খুলনা ২। মোঃ ইমরান হোসেন পিতাঃ জিযারুল ইসলাম গ্রামঃ ০৬ নং কয়রা পোস্টঃ কয়রা থানাঃ কয়রা জেলাঃ খুলনা.জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা, ফাঁদ ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্টঅফিসের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Bartabd24.com সব খবর সবার আগে