Breaking News

শৈলকুপায় দুই সংস্কৃতিজনের মৃত্যুতে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত 

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকু পায় দুই সংস্কৃতিজনের মৃত্যুতে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর শনিবার বিকালে শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির প্রকৌশলী ড. গোলাম মোস্তফা মিলনায়তনে কবি মনোয়ার হোসেন মণি ও লেখক রফিক রেজার প্রয়াণে স্মরণানুষ্ঠান আয়োজন করে শৈলকুপা সম্মিলিত শিল্পী সমাজ। শৈলবালা সাংস্কৃতিক পরিষদের সভাপতি খোন্দকার ফারুক আহমেদ এর সঞ্চালনায় এবং সম্মিলি ত শিল্পী সমাজ এর আহবায়ক শিল্পী ফিরোজ খান নুন এর সভাপতিত্বে স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠী শৈলকুপা শাখার সভাপতি সাংবাদিক আল মগীর অরণ্য, আলোচনা করেন শৈলকুপা নাগরিক কমি টির আহবায়ক অ্যাডভোকেট ইসমাইল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আবুল হাসেম, শৈলকুপা সিটি ডিগ্রি কলে জের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, অবসর প্রাপ্ত ব্যাংকার সুশান্ত রায়, উদীচী ঝিনাইদহ জেলা সভাপ তি কেএম শরীফুল ইসলাম, নাট্যকার আমিনুর রহমান, নাট্য শিল্পী ডা. আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রাইসুল ইসলাম  সাজ্জাদ ,কবি রণক মুহম্মদ রফিক, কবি রণভী শের, কবি সিরাজ উদ্দীন বিশ্বাস, কবি সরোয়ার সবুজ, লেখক ও প্রকাশক সুমন সিকদার, শিল্পী তৌফি কুল ইসলাম মাসুদ, কবি উপায়ন আনাম, শিল্পী ও শিক্ষক মিজানুর রহমান, সাংবাদিক মাসুদুজ্জামান লিটন,  দিবা লোক এর সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, লালন পরিষদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, লেখক ও প্রভাষক শাহিদুজ্জামান মিলু, নৃত্য প্রশিক্ষক নয়ন মিত্র ও শাহীনুর ইসলাম, নাট্যশিল্পী আব্দুল আজিজ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কবি মনোয়ার হোসেন মণি ও লে খক রফিক রেজার পরিবারের সদস্যবৃন্দ।
স্মরণসভায় বক্তারা দুই সংস্কৃতিজনের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …