Breaking News

পরকীয়ার টানে নববধূ নিখোঁজ!!

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নাচোলে স্বামীর দেওয়া স্মার্টফোনে পরকীয়ার জেরে ১৩ বছরের এক কিশোরী নববধূ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
গত ২১ ডিসেম্বর ফতেপুর ইউনিয়নের দিয়াড় খোলসি গ্রাম থেকে মুক্তারা খাতুন নামে ওই কিশোরী নিখোঁজ হয়। তবে নিখোঁজের ৬ দিন পার হলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি বলে অভিযোগ পরিবারের। ​
নিখোঁজ মুকতার হোসেনের মেয়ে মুক্তারা খাতুন গত ২১ ডিসেম্বর দুপুরে মায়ের সঙ্গে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়। মাত্র ৪ মাস আগে পারিবারিকভাবে রহনপুরের মামাতো ভাই আকাশের সঙ্গে তার বিয়ে হয়েছিল।
নিখোঁজ কন্যার পিতা মুকতার হোসেনের দাবি, জিডি করতে ৫০০ টাকা এবং মোবাইল ট্র্যাকিংয়ের জন্য তদ ন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউর রহমান ৬ হাজার টাকা নিয়েছেন।
এছাড়াও উদ্ধার অভিযানের জন্য আরও ৫০ হাজার টাকা দাবি করেছেন ওই কর্মকর্তা। ​এবিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউর রহমান টাকা দাবির বিষয়টি অস্বীকার করে জানান, ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে।
এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ  (ওসি) আছ লাম আলী জানান, টাকা দাবির বিষয়টি তার জানা নেই; অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে। ​
এদিকে নিখোঁজের ৬ দিন পেরিয়ে গেলেও মেয়ের কোনো সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবার ও স্বজনদের।​#

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …