এস এম শফিক, স্টাফ রিপোর্টার (লক্ষ্মীপুর):
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর “রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই)” প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে “স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মন শালা” অনুষ্ঠিত হয়েছে।
এসডিএফ জেলা অফিসের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস রামগতির সহযো গিতায় সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
এসডিএফ লক্ষ্মীপুরের জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডাঃ বায়েজীদ বোস্তামী আকাশের সঞ্চালনায় ও জেলা ব্যবস্থা পক মোঃ আহসানুল আলম খন্দকারের সভাপতিত্বে অনু ষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামনাশিস মজুমদার।
জেলা ব্যবস্থাপক মোঃ আহসানুল আলম খন্দকারের সূচনা বক্তব্যের মাধ্যমে উক্ত কর্মশালা শুরু হয়। এ সময় প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন জেলা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।
অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকারের পরিবার ভিত্তিক স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের অংশ হিসাবে এসডিএফ একটি কার্যকর ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে কাজ করছে।
কর্মশালায় উপস্থিত অতিথিরা প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শমূলক ও দিকনির্দে শনামূলক নির্দেশনা প্রদান করেন।
এছাড়া প্রকল্পের চলমান কার্যক্রমকে আরও বেগবান করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যা লয়ের কর্মকর্তাবৃন্দ, এসডিএফ’র জেলা ও ক্লাস্টার পর্যা য়ের কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রতি নিধি, গণমাধ্যমকর্মী এবং স্বাস্থ্য ও পুষ্টি সহায়তাপ্রাপ্ত সদস্যরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, এসডিএফ ২০০১ সাল থেকে কাজ করে যাচ্ছে। এ সংস্থাটি প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে শুরু করে অদ্যবধি গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
এসডিএফের রূপকল্প হলো “টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ”।
প্রকল্পের আওতায় চলমান স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক উল্লেখ যোগ্য কার্যক্রমগুলো হলো: যোগাযোগ ও আচরণ পরিব র্তন (বিসিসি) সেশন, গ্রাম পর্যায়ে হেলথ ক্যাম্প ও টেলি মেডিসিন সেবা, মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা প্রদান, মৌসুমী সবজি বীজ বিতরণ, খাবার স্যালাইন ও হাত ধোয়া সাবান বিতরণ।
লক্ষ্মীপুর জেলার তিনটি উপজেলার (রায়পুর, কমলনগর ও রামগতি) আটটি ক্লাস্টার অফিসের অধীনে ২০০ টি গ্রামে উক্ত স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম চলমান রয়েছে।
উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, জেলা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, ক্লাস্টার কর্মকর্তা-মনিরুজ্জামান, মনিরা পারভিন ও ক্লাস্টার সংশ্লিষ্টরা।
Bartabd24.com সব খবর সবার আগে