Breaking News

বিশ্বনেতাদের শোকবার্তায় সিক্ত খালেদা জিয়া

ডেস্ক নিউজ:তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সর কার প্রধানরা।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পাকিস্তান, ভারত, চীন ও যুক্ত রাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে শোকবার্তার ঢল নামে।
বিশ্বনেতারা বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার আজীবন ত্যাগ এবং নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর শোকবার্তায় ২০১৫ সালে ঢাকায় বেগম জিয়ার সাথে তাঁর উষ্ণ সাক্ষা তের স্মৃতিচারণা করে বলেন, “ভারত-বাংলা দেশ সম্পর্ক জোর দারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান সব সময় স্মরণ করা হবে।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পৃথক বার্তায় তাঁকে‘পাকিস্তা নের নিবেদিতপ্রাণ বন্ধু’ হিসেবে আখ্যায়িত করেন এবং তাঁর নেতৃত্বকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক বার্তায় খালেদা জিয়াকে ‘চীনের জনগণের পুরোনো বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, তাঁর প্রধানমন্ত্রিত্বকালেই দুই দেশের সম্প র্কে এক নতুন দিগন্তের সূচনা হয়েছিল।
মার্কিন দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়ে ছে, খালেদা জিয়া বাংলাদেশের আধুনিক ইতি হাস গঠনে এবং দেশের উন্নয়ন-অগ্রগতিতে বিশেষ ভূমিকা রেখেছেন।
এই মহীয়সী নেত্রীর প্রয়াণে বিশ্ব রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে।

About admin

Check Also

ঝিনাইদহের সবজি বোঝায় আলম সাধুর চালক কেশবপুরে সড়ক দূঘটনায় নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ থেকে কাঁচা সবজি নিয়ে খুলনার চুকনগরের উদ্দ্যেশে যাওয়ার পথে সড়ক দূঘটনায় আলম …