Breaking News

নওগাঁর পুকুরে মিশ্র পদ্ধতিতে চাষ হচ্ছে গলদা চিংড়ি

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ গলদা চিংড়ি মাছ মূলত খুলনা অঞ্চলে চাষ হওয়া মাছ।

প্রথমবারের মতো নওগাঁর পুকুরে মিশ্র পদ্ধতি সেই গলদা চিংড়ি মাছের চাষ শুরু হয়েছে।

নওগাঁর সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের দীঘির পাড় গ্রামের শিক্ষার্থী ও মাছ চাষী রাজু তার পুকুরে মিশ্র পদ্ধতিতে গলদা চিংড়ি মাছ চাষ করে ব্যাপক সাড়া ফে লেছে।

প্রতিদিনই আশেপাশের ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাছ চাষীরা গলদার চাষ দেখতে রাজুর পুকুরে ভিড় করছেন।

ইতোমধ্যে রাজুর দেখাদেখি ওই এলাকাসহ জেলার বিভিন্ন এলাকার ৩০ থেকে ৪০ জন মাছ চাষী গলদা চিংড়ি চাষ শুরু করেছেন।

রাজু সরদার দীর্ঘদিন ধরেই মিশ্র পদ্ধতিতে কার্প জাতীয় মাছ চাষের সঙ্গে যুক্ত।

তবে প্রচলিত চাষে লাভ সীমিত হওয়ায় রাজুর মাথায় নতুন কিছু করার চিন্তা ঘুরপাক খাচ্ছিল।

ঠিক সেই সময়, গত জুন মাসে স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমীর কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় “উত্তম ব্যবস্থাপনায় গলদা চিংড়ি চাষ” শীর্ষক একটি প্রদর্শনীর সুযোগ আসে তার হাতে।

প্রদর্শনীর আওতায় তাকে ৫০০ পিচ গলদা চিংড়ির জুভে নাইল (রেনু) সরবরাহ করা হয়।

অনেকের কাছে বিষয়টি তখনও ঝুঁকিপূর্ণ মনে হলেও রাজু সরদার থেমে থাকেনি। নিজের উদ্যোগে আরও ১ হাজার পিচ জুভেনা ইল সংগ্রহ করে কার্প জাতীয় মাছের সঙ্গে সমন্বিত ভাবে গলদা চিংড়ি চাষ শুরু করেন।

রাজু সরদারের পুকুরে নিয়মিত পানির গুণগত মান পরী ক্ষা, সুষম খাদ্য সরবরাহ, পুকুরের তলদেশ পরিষ্কার রাখা-সবকিছুই চলে পরিকল্পিত ভাবে।

তিনি জানান “গলদা চিংড়ি খুবই সংবেদনশীল। পানির মান ঠিক না থাকলে সমস্যা হয়। তাই নিয়মিত নজরদারি করেছি।”

এই যতেœর ফল মিলতেও বেশি সময় লাগেনি। অল্প কয়েক মাসের মধ্যেই গলদা চিংড়িগুলো দ্রুত বৃদ্ধি পেতে থাকে।

বর্তমানে প্রতি কেজিতে ৭ থেকে ৮টি গলদা চিংড়ি পাওয়া যাচ্ছে-যা স্বাদু পানিতে চাষের ক্ষেত্রে অত্যন্ত সন্তোষজনক ফলাফল।

রাজু সরদার আশাবাদী, তার পুকুর থেকে মোট ১২০ থেকে ১৩০ কেজি গলদা চিংড়ি উৎপাদন বর্তমানে বাজা রে প্রতিকেজি গলদা চিংড়ির দাম ৮০০ থেকে ১ হা জার টাকা।

সে হিসেবে মোটবাজার মূল্য দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৪০হাজার টাকা। কার্প মাছের পাশাপাশি গলদা চিংড়ি চাষ করায়একই পুকুর থেকে দ্বিগুণ লাভের সুযোগ তৈরি হয়েছে রাজুর।

ঝুঁকি থাকলেও সঠিক ব্যবস্থাপনায় তা শতভাগ সম্ভব হয়েছে।

স্থানীয় মাছ চাষী সাইফুলসহ আরো অনেকেই জানান, এই অঞ্চলেগলদা চিংড়ি চাষ নিয়ে তাদের মধ্যে ভয় ও সংশয় ছিল।

কেউ ভাবতেই পারেননি, খুলনা অঞ্চলের মাছ গলদা চিংড়ি নওগাঁর পুকুরে সফল ভাবে চাষ করা সম্ভব।

রাজু সরদারের সাফল্য সেই ধারণা ভেঙে দিয়েছে। তার পুকুর এখন যেন জীবন্ত প্রশিক্ষণ কেন্দ্র।

রাজুর দেখাদেখি তারাও গলদা চিংড়ির চাষ শুরু করে ছেন। বাজারে এই মাছের চাহিদা ও দাম ভালো হওয়ার কারণে বাজারকরণে কোন সমস্যা নেই।

তাই আগামীতে তারা আরো বড় পরিসরে গলদা চিংড়ি মাছ চাষের কথা জানান।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মো: বায়েজিদ আলম বলেন উত্তম ব্যবস্থাপনায় স্বাদু পানিতে গলদা চিং ড়ি চাষ নওগাঁর মৎস্য খাতে এক নতুন অধ্যায় যোগ করছে।

মিশ্র পদ্ধতিতে এই মাছ চাষ করে সহজেই অল্প জায়গা তেও ভালো আয় করা সম্ভব।

স্বাদু পানিতে গলদা চিংড়ি চাষ ছড়িয়ে পড়লে এলাকায় কর্মসংস্থান সৃষ্টি হবে, বাড়বে মাছ উৎপাদন, শক্তিশালী হবে স্থানীয় অর্থনীতি।

ভবিষ্যতে আগ্রহী মাছ চাষীদের সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করে জেলায় গলদা চিংড়ি চাষকে একটি সম্ভাবনাময় বিকল্প খাতে পরিণত করতে কাজ করার কথা জানান।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …

One comment

  1. নওগাঁর পুকুরে মিশ্র পদ্ধতিতে চাষ হচ্ছে গলদা চিংড়ি