Breaking News

তালায় কৃষকদল নেতা মোঃ শহিদুল ইসলামের জামায়াতে যোগদান

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার তালা উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার সকালে তালার মাগুরা ইউনি য়ন জামায়াত কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে ন, সাতক্ষীরা-১ (তালা–-কলারায়া) আসনের সংসদ সদ স্য প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক।

এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়া তে ইসলামীর বিভিন্নপর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আদর্শভিত্তিক ও নৈতিক রাজ নীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

ইসলামের আলোকে মোঃ শহিদুল ইসলাম তার নিজের জীবন গড়ে তুলতে অগ্রনী ভুমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবযোগদানকারী মোঃ শহিদুল ইসলাম বলেন, দেশের কল্যাণ, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই তিনি বাংলাদেশ জামায়াতে
ইসলামীতে যোগদান করেছেন।

About admin

Check Also

ঝিনাইদহে স্কুল শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও বল বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি:: ঝিনাইদহে স্কুল পড়–য়া শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও ফুট বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার …