Breaking News

পত্নীতলায় আদিবাসিদের নিয়ে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় আদিবাসী সম্প্রদায়ের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলার দিবর ইউনিয়নের চাঁনপুকুর মিশন এলাকায় এ ক্যাম্প পরিচালিত হয়।
দিবর ইউপির শেখপাড়া ও উত্তর কাজীপাড়া গ্রাম উন্নয়ন দল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্ম।কর্তার কার্যালয় যৌথভাবে এ কর্মসূচি পরিচালনা করে।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়ান উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিনে শুক্রবার দিবর ইউনি য়নের শেখ পাড়ায় এই কর্মসূচি দি হাঙ্গার প্রজেক্ট বাং লাদেশের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হয়।
চাঁনপুকুর মিশন এলাকার সুশীলা হেমব্রমের মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হিমোগ্লোবিন পরিমাপ করে তার হাতে একটি রিপো র্ট প্রদান করা হয়।
৭২ বছর বয়সী এই নারী স্বাস্থ্য সেবা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করে বলেন “আমাদের বাড়ির পাশেই স্বাস্থ্য সেবার যে ক্যাম্প বসেছে সেখানে আমি আমার সকল রিপোর্ট করাতে পারলাম। উক্ত ক্যাম্পে উপস্থিত সকলে অত্যন্ত আন্তরিক এবং কোন টাকা পয়সা ছাড়াই সেবা নিতে পেরে খুশি।
সুশীলা হেমরম এর মত ১২২ জন নারী এবং পুরুষ উক্ত মেডিকেল ক্যাম্পে ডাক্তারের পরামর্শ, প্রয়োজনীয় পরী ক্ষা নিরীক্ষা এবং বিনামূল্যে ঔষধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
শেখ পাড়া গ্রাম উন্নয়ন দলের সভাপতি ইদ্রিস আলী সন্তোষ প্রকাশ করে বলেন “আমাদের গ্রামের আদিবা সীদের স্বাস্থ্য সেবা নিয়ে আমরা সব সময় চিন্তায় থেকে ছি। আমরা মনে করেছিলাম তাদের হয়তো দুরারোগ্য অনেক ধরনের অসুখ থাকতে পারে।
আজকের মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো যে প্রাকৃতিক খাবার-দাবার খাওয়া বা জীবনচরণের জন্য আদিবাসীরা নিরাপদে রয়েছেন।
আজকের মেডিকেল ক্যাম্প থেকে আমাদের এই শিক্ষ।ণীয় প্রচারের উদ্যোগ নিতে হবে।”
উল্লেখ্য দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের অনুপ্রেরণায় পত্নীতলা উপজেলায় ১১০ টি গ্রাম উন্নয়ন দল এবং মা’দের ক্লাব রয়েছে।
যেখানে প্রতি মাসেই নিয়মিত স্বাস্থ্য সেবা নিয়ে আলাপ আলোচনা এবং প্রশিক্ষণ পরিচালনা হয়ে আসছে।
বর্তমানে পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর গ্রাম গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই উদ্যোগ গুলোর মধ্য দিয়ে টেকসই উন্নয়নের অভীষ্ট অতি দ্রুত অর্জিত হবে বলে আয়োজকরা মনে করেন।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …