Breaking News

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর আংশিক) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দাখিল করা মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
যাচাই-বাছাই শেষে মোট ৯ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ।
শনিবার (৩ জানুয়ারি-২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তন কক্ষে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
যাচাই-বাছাই শেষে ঝিনাইদহ-৪ আসনে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন-বিএন পির প্রার্থী রাশেদ খান, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবু তালিব, ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল জলিল, জাতীয় পার্টির প্রার্থী এমদাদুল ইসলাম বাচ্চু এবং গণফো রামের প্রার্থী খনিয়া খানম ববি।
অপরদিকে, যাচাই-বাছাইয়ে ত্রুটি পাওয়ায় তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃত প্রার্থীরা হলেন- মুর্শিদা জামান পপি, ওবাইদুল হক রাসেল এবং মীর আমিনুল ইসলাম।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ভোটার তালিকায় সঠিক ও প্রয়োজনীয় তথ্যের অসঙ্গতির কারণে তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র যাচা ই-বাছাই করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীরা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনটি জেলার একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন হওয়ায় আসন্ন নির্বাচনে এখানে ভোটা রদের আগ্রহ ও রাজনৈতিক তৎপরতা তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা যাচ্ছে।

About admin

Check Also

পাইকগাছায় প্রতিমা ভাংচুরের ঘটনায় ৬ মন্দির কমিটির প্রতিবাদ সভা

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধিঃ পাইকগাছার শিববাটী রাস মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত …