ডেস্ক নিউজ: ফেনী ২ (সদর) সংসদীয় আসনে ১১ দল সমর্থিত প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকালে বাছাইয়ের নির্ধারিত সময়ে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা খান মঞ্জুকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এর আগে গত ২৯ ডিসেম্বর নিজে উপস্থিত থেকে মনোনয়ন পত্র জমা দেন মজিবুর রহমান মঞ্জু।
এই আসনে মঞ্জুকে সমর্থন দিয়ে নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে নেন জামায়াত নেতা অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া।
নতুন ধারার রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি- (এবি পার্টির) অন্যতম প্রতিষ্ঠাতা মজিবুর রহমান মঞ্জুর গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের উত্তর শর্শদী গ্রামে।
বাংলাদেশের মহান বিজয়ের দিনে জন্ম নেয়া মঞ্জুর বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। শৈশবে বাবাকে হারানো মঞ্জু বড় হয়েছেন সংগ্রামী মায়ের তত্বাবধানে।
ছয় ভাইবোনের সবাই সামজিক ও পারিবারিকভাবে প্রতিষ্ঠিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নেয়া মঞ্জু চাকরি জীবন শুরু করেন একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে, পরে বহুল প্রচারিত দিগন্ত টিভির সাথে যুক্ত হয়ে উপ নির্বাহী পরিচা লক হিসেবে দক্ষতার সাথে পরিচালনা করেন।
এছাড়া শৈশব থেকে রাজনীতি সচেতন ও রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে অগ্রসর পরিবারের সন্তান মঞ্জু একটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন সুনামের সাথে। ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক মজিবুর রহমান মঞ্জু ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একজন কাউন্সিলর। তিনি বেশ কিছু কবিতা, গান ও নাটকের রচয়িতা।
টিভি টকশোতে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ মঞ্জু ঐক্যমত্য কমিশনের একজন সক্রিয় অংশগ্রহণকারী এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যের একজন নেপথ্য কারিগর।
তিনি জুলাই সনদে স্বাক্ষরকারী ফেনীর একজন গর্বিত নাগরিক। জুলাই অভ্যুত্থানে অন্যতম প্রধান অংশীদার মঞ্জু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ও কারাভো গ করা একজন রাজনৈতিক নেতা।
Bartabd24.com সব খবর সবার আগে