Breaking News

কালীগঞ্জে দুই দিনব্যাপী প্রকাশনা ও পিঠা মেলা অনুষ্ঠিত

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্র শিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী প্রকাশনা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সরকারি মাহতাব উদ্দিন কলেজ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ চিন্ম য় বাড়ৈ।
কালীগঞ্জের ইতিহাসে এটিকে অন্যতম বৃহৎ প্রকাশনা ও পিঠা মেলা হিসেবে আখ্যায়িত করছেন আয়োজকরা। মেলাটি রবিবার ও সোমবার এই দুই দিন চলবে।
মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী গ্রামবাংলার পিঠা, ইসলামী সাহিত্য, প্রকাশনা স্টল এবং শিক্ষার্থীদের
অংশ গ্রহণে নানা আয়োজন দেখা যায়। সকাল থেকে কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃ স্ফূর্ত উপস্থিতিতে মেলাপ্রাঙ্গণ ছিল মুখরিত।
সরকারি মাহতাব উদ্দিন কলেজ শাখার ছাত্র শিবির সভা পতি হুসাইন আহমেদ  বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের নৈতিক, সাংস্কৃতিক ও মননশীল বিকাশে এ ধরনের আয়ো জন অব্যাহত থাকবে।
সরকারি মাহতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈ বলেন, এই প্রকাশনা ও পিঠা উৎসবের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে সুস্থ সাংস্কৃতিক চর্চা গড়ে তোলা এবং গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া।
একই সঙ্গে বই ও প্রকাশনার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান চর্চায় উৎসাহিত করাই এই মেলার লক্ষ্য।
মেলার সার্বিক ব্যবস্থাপনায় সরকারি মাহতাব উদ্দিন কলেজ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …