Breaking News

বাগেরহাটে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

রবিবার (৪জানুয়ারী) বিকালে বাগেরহাট পৌর সভার ৯নং ওয়ার্ডের খারদ্বার ঈগা ময়দানে এই শীতবস্ত্র (কম্বর) বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে বাগেরহাট পৌর সভায় বসবাসকা রী হতদরিদ্র মানুষদের গায়ে নিজ হাতে কম্বল পরিয়ে দেন বাগেরহাট সদর আসনের বিএনপি মনোনিত ধানের শি ষের প্রার্থী ব্যারিস্টার শেখ জাকির হোসেন।

প্রচন্ড শীতের মধ্যে কম্বল পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, এই শীতে কম্বলটি তাদের খুব উপকারে আসবে।

ব্যারিস্টার শেখ জাকির হোসেন বলেন, লতিফ মাস্টার ফাউন্ডেশনের কর্ণধার সাবেক সচিব ড. ফরদিুল ইসল অম ও সিপিএ রফিকুল ইসলাম জগলু এই শীতবস্ত্র
(কম্বল) শীতার্ত ও অসহায় মানুষে মাঝে বিতারনের জন্য ধন্যবাদ জানান।

এ কম্বল বিতারন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  লতিফ মাস্টার ফাউন্ডেশনের কর্ণধার সিপিএ রফিকুল ইসলাম জগলু, খারদ্বার প্রধমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষ ক সরদার মোজাহার আলী, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এস কে বদরুল আলম,পিসি কলেজের সাবেক ভিপি সরদার নাসির উদ্দিন লনি, জেলা ছাত্রদ লের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহ মান রাসেল, পৌর যুবদলের আহবায়ক সুমন পাইক প্রমুখ।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …