ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রে লিং ভেঙে নদীতে পড়েছে।
এ ঘটনায় চালক ও হেলপার নিহত হয়েছে।
শনিবার রাত ১ টার দিকে ঝিনাইদহ -কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রীজে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ট্রাক চালক সোহেল শেখ (২৭) পাবনা সদ র উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের আবুল কালাম শে খের ছেলে এবং হেলপার মুবারক হোসেন (২০) একই গ্রামের জাফর মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, রাতে যশোর থেকে একটি ডাল বোঝায় ট্রাক পাবনা যাচ্ছিলো।
রাত ১ টার দিকে গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রী জের উপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়।
খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে।
ভোরে মুবারক হোসেন ও সকাল ৮ টার দিকে চালক
সোহেল শেখের একজনের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনার সংবাদ শুনে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দু ল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Bartabd24.com সব খবর সবার আগে