Breaking News

সাতক্ষীরায় কৃষি বিভাগের উদ্যোগে অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সার ও সার তৈরির সরঞ্জাম জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি,:
সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার এলাকায় সার, বীজ ও বানাইনাশকের দোকানে।অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল দস্তা ও টিএসপি সার, ভেজাল সার তৈরির।

যন্ত্রপাতি, কাঁচামাল এবং বিভিন্ন নামিদামি কোম্পা নির প্যাকেট উদ্ধার করা হয়েছে।

সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে রোববার (৪ জানু য়ারি) সন্ধ্যা থেকে রাত ৯টা।পর্যন্ত টানা প্রায় সাড়ে তিন ঘ ণ্টা ধরে এই অভিযান পরিচালনা করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরি চালনা করে ভেজাল সার।তৈরী ও বিক্রির অভি যোগে সুলতানপুর বড়বাজার এলাকার মেসার্স রবি এন্টার প্রাই জের মালিক মো. রবিউল ইসলামকে দেড় লাখ টাকা জরিমানা, অনাদায়ে, দুই মাসের বিনাশ্রম।করাদন্ড এবং মেসার্স ইসলামী ইন্টারপ্রাইজের মালিক আশরাফুল ইস লামকে এক লাখ টাকা জরিমানা, অনা দায়ে, একমা সের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ভেজাল সারের বিরুদ্ধে এই অভিযান সাতক্ষীরা সদর উপজেলা কৃষি বিভাগ, স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভা গের যৌথ উদ্যোগে পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং একজন কৃষকের অভিযোগের
প্রেক্ষিতে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার এলা কায় সার, বীজ ও বালাইনাশকের।দোকানে অভিযান পরিচালনা করা হয়।

প্রায় তিন ঘণ্টার অভিযানে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ভেজাল সার তৈরির সরঞ্জাম ও প্যাকেটজাত ভেজাল সার, বিভিন্ন নামিদামি কোম্পানির প্যাকেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ভেজাল সার তৈরী ও বিক্রির অভি যোগে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ী রবিউল ইসলামকে দেড় লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে, দুই মাসের বিনাশ্রম কারাদন্ড এবং আশরাফুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে,এক মাসে র বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা করে কৃষি অফিসারের জিম্মায় দেওয়া হয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে পর বর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে কৃষি বিভাগ।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে নকল টিএসপি সার ৪ বস্তা, নকল বাসুডিন ১৩ বস্তায় ৬০ কার্টুন, সিজেনটা
খালি প্যাকেট ২ কার্টুন, গ্রোজিংক ৭ বস্তায় ১৬ কার্টুন, ইউরিয়া ৫৪ বস্তা, বঙ্গ জৈব সার ২২ বস্তা, কোয়ালিটি জিং ক ৭০ কার্টুন, ডি.এ.পি ২ বস্তা, টিএসপি,ডিএপি, এম ওপি ’র খালি প্যাকেট ২০ বস্তা, গ্রোজিংক নকল ১৩৪ বস্তা (২৫ কেজি),।আমেরিকান জিংক ৯২ বস্তা (২০ কে জি), টিএস পি জিংক ১৪ বস্তা (৫০ কেজি) এবং ডিএপি (ড্যাপ) ১১ বস্তা (৫০ কেজি)।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, ভেজাল সার শুধু কৃষকের ক্ষতি করে না, বরং মানু ষের খাদ্য নিরাপত্তার জন্যও হুমকি।

আমরা চাই, দেশের প্রতিটি জেলায় মানসম্মত ও নিরাপদ সার সরব রাহ নিশ্চিত হোক। এই লক্ষ্যেই আমরা নিয়মি ত অভিযান চালাচ্ছি।

কৃষকরা আশা করছেন, ভবিষ্যতে এই ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ হবে এবং নিরাপদ সার সরবরাহ নিশ্চিত হবে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …