Breaking News

পত্নীতলায় অনিল মারান্ডী’র স্মরণ সভা অনুষ্ঠিত

আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – নওগাঁর পত্নী তলায় জাতীয় আদিবাসি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অনিল মারান্ডী’র ৭ম মৃত্যুবার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭জানুয়ারী) বিকেলে নজিপুর পৌরসভার হরিরা মপুরে জাতীয় আদিবাসি পরিষদের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসি পরিষদের সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসি পরিষদের উপদেষ্টা কমরেড জয়নাল আবেদীন মুকুল।
এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে অনিল মারা ন্ডী’ কে স্মরণ করে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসি পরিষদ,  নওগাঁ জেলা শাখার সভাপতি মার্টিন মুর্মু, ৪৮- নওগাঁ -৩ ( মহাদেবপুর -বদলগাছী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কালিপদ সরকার, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বকারী আসির উদ্দীন, জেলা সমন্বয়ক হেলাল উদ্দীন, জাতীয় আদিবাসি পরিষদের মহাদেবপুর শাখার সভাপতি দিলীপ পাহান, আদিবাসি ছাত্র পরিষদের সভাপতি মিঠুন পাহান, ছাত্র উপদেষ্টা ওমর ফারুক আরফিন, জাতীয় আদিবাসি পরিষদের সদস্য পরিতোষ পাহান প্রমুখ।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …