মোঃ আবু বকর সিদ্দিক মোংলা (বাগেরহাট):
বাগেরহাটের মোংলা উপজেলায় যাত্রীবাহী ট্রেনের নিচে চাপা পড়ে নয়মী বিশ্বাস (২৫) নামে এক হিন্দু নারীর মর্মা ন্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার দিগরাজ বিদ্যার বাহন এলাকার রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়মী বিশ্বাস মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের দিনেশ বিশ্বাসের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বেনাপোল মোং লা রুটের একটি কমিউটার ট্রেন দিগরাজ বিদ্যার বাহন এলাকার রেলপথ অতিক্রম করার সময় হঠাৎ ওই নারী ট্রেনের নিচে পড়ে যান। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও প্রশাসনের সদ স্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেললাইন থেকে মরদেহ উদ্ধার করেন। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়।
প্রাথমিকভাবে সংশ্লিষ্টরা ঘটনাটিকে আত্মহত্যা বলে ধার ণা করছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছ নের প্রেক্ষাপট জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলি শ।
এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তু তি নেওয়া হচ্ছে।
মোংলা–রামপাল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রা মোঃ রেফাতুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, রেললাইনের আশপাশে জনসচেতনতা ও নিরাপ ত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থা নীয়রা।
রেলপথ ব্যবহারে সতর্কতা ও নজরদারি বাড়ানো গেলে এ ধরনের মর্মান্তিক ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন তারা।#
Bartabd24.com সব খবর সবার আগে