Breaking News

ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার বাদামতলা বাজারে মাইক্রো বাস-ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুক্তার হোসাইন (৪০) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে।

আহত হয়েছে আরও দুইজন। শুক্রবার সন্ধ্যায় সদর উপ জেলার বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তার শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামের আলিবর্দি শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী আশিকুজ্জামান জানান, সন্ধ্যায় পল্লী চিকিৎ সক মুক্তার হোসাইন তার স্ত্রীর বড় বোনকে নিয়ে ঝিনাই দহ থেকে গ্রামে ফিরছিলেন।

পথে ঝিনাইদহ- মাগুরা মহাসড়কের সদর উপজেলার বাদামতলা এলাকায় পৌছালে বিপরিতদিক থেকে
আসা একটি মাইক্রোবাস ও ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও ভ্যানের ৩ জন আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুক্তার হোসাইনকে মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎ সক ফারজানা ইয়াসমিন বলেন, মুক্তার হোসেন হাসপা তালে আসার আগেই মারা গেছে। আহত দুইজনকে
হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা খুব বেশি ভালো না।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বা স বলেন, মাইক্রোবাসের অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …