Breaking News

ভেড়ামারায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গনভোট নিয়ে পুলিশ সুপারের সাথে মতবিনিময় সভা

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়াঃকুষ্টিয়া ভেড়ামারা থানার আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা চন ও গণভোট এবং বিদ্যমান আইন-শৃংখলা পরিস্থিতি সংক্রান্তে কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এর সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত শনিবার সকাল ১০ টা হতে বিকাল ২ টা পর্যন্ত উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি সহ সকল শ্রেণী পেশার মানুষ এই মতবিনিময় সভায় অংশ নেয় এবং তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রা স,কিশোর গ্যাং, অস্ত্র ও চোরা কারবারীদের বিরুদ্ধে পুলি শের অভিযান অব্যাহত রয়েছে। গত ৫ আগস্ট কুষ্টিয়া থানা থেকে লুট হওয়া অস্ত্র বেশ কিছু উদ্ধার করা হয়েছে।

এছাড়াও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে। আগা মী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করে তুলতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল গফুর সহ বিভিন্ন রানৈতিক দলের সংসদ সদস্য প্রার্থী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কুষ্টিয়া, মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়া মারা সার্কেল), কুষ্টিয়া, ভেড়ামারা সহকারী কমিশনার ভূমি ডাঃ গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, ভেড়ামারা থানার সেকে ন্ড অফিসার এসআই মাইদুল ইসলাম।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …