Breaking News

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক আলী হুসাইনসহ ১২ সদস্যর পদত্যাগ

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি ঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট সদর উপ জেলা শাখার প্রধান সমন্বয়কআলী হুসাইন সহ ১২ সদস্য পদত্যাগ করেছেন।

রবিবার(১১ জানুয়ারী) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,‘আমি শেখ আলী হুসাইন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য গত ৩ জুন ২০২৫ তারি খ হইতে ১১ জানুয়ারী ২০২৬ জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি।

কিন্তু ২৪ এর গণঅভ্যুত্থানের যে অঙ্গিকার নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জন্ম ও পথচলা তার সাথে বর্তমান প্রে ক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে যে অসমাঞ্জস্যতা পরিলক্ষিত।হচ্ছে এবং যে অঙ্গীকার নিয়ে নতুন বন্দোবস্ত এর স্বপ্ন দেখেছিলাম তার ব্যত্যয় হওয়ায় আমার পক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সাথে আর পথচলা সম্ভব নয়।

আমার ব্যক্তি দর্শন এবং (এনসিপি) এর রাজনৈতিক দর্শ ন সংঘর্ষিক হওয়ায় আমি আজ থেকে জাতীয় না গরিক পার্টি (এনসিপি) এর বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী পদ হতে পদত্যাগ করছি।

তিনি আরো বলেন, তবে দেশ ও জাতির কল্যাণে যে কোন প্রয়োজনে একজন সেনা সদস্য হিসেবে সর্বদা নিয়োজিত ছিলাম, অবসর জীবনে আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত
থাকব কিন্তু সেটি (এনসিপি) এর কোন সদস্য হিসেবে নয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি) এর সাথে আমার সঙ্গে এই কমিটিগুলোর অনেকেই একাত্মতা প্রকাশ করে
পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের নাম ও পদবী নিচে উল্লেখ করা হলো।

পদত্যাগ কারি অন্য সদস্যরা হলেন যুগ্ম সমন্বয় কারি কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুম ন,শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো: হাসান শেখ,
মোঃ শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন,মোঃ জনি,মুনিয়া আক্তার জেনি,মোঃ রাতুল আ হসান।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …