Breaking News

তালায় কপোতাক্ষ নদে নৌকা থেকে পড়ে নিখোঁজ রবিউল ইসলামের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার তালা উপজেলায় কপোতাক্ষ নদ পার হওয়ার সময় নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে খুলনা র পাইকগাছা উপজেলার আকড়ঘাটা এলাকায় কপো তাক্ষ নদের চরে বাধা একটি নৌকার কাছির সাথে  বেঁধে থাকা অবস্থায় তার মরদহ উদ্ধার করা হয়।

এর আগে গত মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে তালা উপ জেলার খেশরা ইউনিয়নের বালিয়া খেয়াঘাট এলাকায় কপোতাক্ষ নদ পার হওয়ার সময় হঠাৎ নৌকা থেকে
পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ রবিউল ইসলাম খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে।

তিনি সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা এলাকায় বসবাস করতেন। আগে থেকে তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম মঙ্গ লবার দুপুরে সোনাতনকাটি থেকে নৌকাযোগে তালা উপজেলার বালিয়া খেয়াঘাটে যাচ্ছিলেন। নৌকায়
থা কা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে নদে পড়ে পানিতে তলিয়ে যান। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

সাথে যোগ দেয় খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল। পরপর দুদিন উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ রবিউলকে খুঁজে না পেয়ে একপর্যায় বুধবার বিকালে উদ্ধার অভিযান শেষ করা হয়। সেইে থকে গত ৫দিনে কপোতাক্ষ নদের কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি।

বিষয়ট নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচা র্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা আকড়ঘাটা এলাকায় কপো তক্ষ নদের চরে বাধা

একটি নৌকার কাছির সাথে মরদে হটি বেঁধে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ কপোতাক্ষ নদের চর থেকে মরদেহটি উদ্ধার করে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …