Breaking News

পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
পাইকগাছা উপজেলার আগড়ঘাটা বাজার সংলগ্ন ফুলত লা খেয়া ঘাটে কপোতাক্ষ নদ থেকে ভাসমান অবস্থায় একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৭টার দিকে স্থানীয়রা আগড়ঘাটা ফুল তলা খেয়া ঘাটে দাঁড়েিয় থাকা একটি ট্রলারের গায়ে ভাস মান অবস্থায় মরদেহটি আটকে থাকতে দেখে পুলিশকে
খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

জানাগেছে অজ্ঞাত মরদেহটটি পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটী গ্রামের মুনছুর গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৮) ওরফে সেদু। তিনি দীর্ঘদিন ধরে গৃগি রোগে আক্রান্ত ছিলেন।

গদাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বলেন, গত ৬ জানুয়ারি রবিউল পার্শ্ব বর্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেটুয়া গ্রামে তার নানার বাড়ি থেকে ফেরার সময় পথিমধ্যে মাহমুদ কাটি বালিয়া খেয়াঘাট পৌঁছে নদী পার হওয়ার সময় হঠাৎ মৃগি রোগে আক্রান্ত হয়ে তিনি নৌকা থেকে নদীতে পড়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পাইকগাছা নৌ-পুলিশ ফাঁড়ির এস আই রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি।

সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। মরদেহের
পরিবারের সদস্যরা এসে তার পরিচয় শনাক্ত করেছেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, ঘটনার দিন ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

রাত হয়ে যাওয়ায় প্রথম দিনের তল্লাশি কার্যক্রম স্থগিত করা হয়। বুধবার সকালে আবারও ডুবুরি দল নদে তল্লাশি চালায়। দুপুর পর্যন্ত তল্লাশি অব্যাহত থাকলেও কপো তাক্ষ নদের প্রবল ¯্রােতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিব রিয়া জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা আগড়ঘাটা এলাকায় কপোতক্ষ নদের চরে বাধা একটি নৌকার কাছির সাথে মরদেহটি বেঁধে থাকতে দেখে পুলি শে খবর দেয়। পরে পুলিশ কপোতাক্ষ নদের চর থেকে মরদেহটি উদ্ধার করে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …