Breaking News

ঝিনাইদহের সবজি বোঝায় আলম সাধুর চালক কেশবপুরে সড়ক দূঘটনায় নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ থেকে কাঁচা সবজি নিয়ে খুলনার চুকনগরের উদ্দ্যেশে যাওয়ার পথে সড়ক দূঘটনায় আলম সাধুর চালক জিবন অধিকারী (২৫) নিহত হয়।

সোমবার (১২জানুয়ারি) ভোর ৫টার একটু পরে যশোরের কেশবপুর বাদুড়িয়া মাদ্রাসার মামনে এসড়ক দূর্ঘটনা ঘটে।

নিহত জীবন অধিকারী ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ঘোড়দাহ গ্রামের অমর অধিকারীর ছেলে। এই ঘটনায় আরও তিন জন আহত হয়।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ঝিনাইদহ থেকে তিনজন আলমসাধু ড্রাইভার তিনটি আলমসাধুতে কাঁচা সবজি নিয়ে রাতে চুকনগরের উদ্দেশ্যে রওনা হয়।

এসময় কেশবপুর বাদুড়িয়া নামক স্থানে পৌছালে একটি গাড়ির তেল ফুরিয়ে যায় তখন গাড়িগুলো সাইড করে, তেল ফুরানো গাড়িটি তেল ভরাতে রাস্তা পারের সময়  ঢা কা টু পাইকগাছা পরিবহন এসে আলম সাধুতে সজরে ধাক্কা দিয়ে চলে যায় এতে ঘটনাস্থলে এক আলম সাধুর ড্রাইভার মারা যায় এবং তিন জন আহত হয়।

পরিবহনের নাম জানা যায়নি,তবে ধাক্কা লাগার সময় পরিবহনের একটি গেট খুলে দুর্ঘটনাস্থলে থেকে যায়।

আহত তিন জনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃতুদেহটিও ওই স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।

এবিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বোরহান উদ্দীন দুঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন লাশটি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে বলেন জানান।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …