Breaking News

ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা

রহমত আরিফ ঠাকুরগাঁও ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতি নদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরু ল ইসলাম আলমগীর।
আর তার পক্ষে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখ রুলের সহধর্মিণী রাহাত আরা বেগম।
বাংলাদেশের কয়েকটি জেলার মধ্যে গুরুত্বপূর্ণ ঠাকুর গাঁও-১ আসন। কারণ এ আসনে মির্জা ফখরুল ছাড়া ও ভোটে অংশ নিয়েছেন শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, ইসলামি আন্দো লনের খাদেমুল ইসলাম। হেভিওয়েট প্রার্থী থাকায় ভোটের মাঠ সরগরম হয়ে উঠেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি)  ঠাকুরগাঁও পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন মি র্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম। সেখানে মির্জা ফখরুলের পক্ষে থেকে ভোট প্রদানের আহবান জানান তিনি। শুধু শহরেই নয়- প্রতিদিনই সদর আস নের প্রত্যে কটি ইউনিয়ন, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন মির্জা ফখ রুলের সহধর্মিণী রাহাত আরা বেগম। ভোটারদের সাড়াও পাচ্ছেন বেশ।
মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম বলেন, মির্জা ফখরুল আপনাদের লোক, সবসময় আপনাদে র সাথে ছিলেন। তিনি দেশের জন্য অনেক কিছু ত্যাগ ক রেছেন। মির্জা ফখরুলের ওপর অনেক অন্যায়-অত্যাচার করা হয়েছে, তারপরও তিনি আপনাদের ছেড়ে যাননি।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখ রুল ভোটে অংশ নিয়েছেন। আপনাদের কাছে আহ্বান থাকবে- অতীতে যেমন করে আপনারা তার পাশে ছিলেন ঠিক একই ভাবে এবারও মির্জা ফখরু লের পাশে থাক বেন। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মির্জা ফখ রুলের বিজয় নিশ্চিত করবেন।

About admin

Check Also

পাইকগাছায় প্রতিমা ভাংচুরের ঘটনায় ৬ মন্দির কমিটির প্রতিবাদ সভা

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধিঃ পাইকগাছার শিববাটী রাস মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত …