রহমত আরিফ ঠাকুরগাঁও ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতি নদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরু ল ইসলাম আলমগীর।
আর তার পক্ষে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখ রুলের সহধর্মিণী রাহাত আরা বেগম।
বাংলাদেশের কয়েকটি জেলার মধ্যে গুরুত্বপূর্ণ ঠাকুর গাঁও-১ আসন। কারণ এ আসনে মির্জা ফখরুল ছাড়া ও ভোটে অংশ নিয়েছেন শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, ইসলামি আন্দো লনের খাদেমুল ইসলাম। হেভিওয়েট প্রার্থী থাকায় ভোটের মাঠ সরগরম হয়ে উঠেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন মি র্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম। সেখানে মির্জা ফখরুলের পক্ষে থেকে ভোট প্রদানের আহবান জানান তিনি। শুধু শহরেই নয়- প্রতিদিনই সদর আস নের প্রত্যে কটি ইউনিয়ন, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন মির্জা ফখ রুলের সহধর্মিণী রাহাত আরা বেগম। ভোটারদের সাড়াও পাচ্ছেন বেশ।
মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম বলেন, মির্জা ফখরুল আপনাদের লোক, সবসময় আপনাদে র সাথে ছিলেন। তিনি দেশের জন্য অনেক কিছু ত্যাগ ক রেছেন। মির্জা ফখরুলের ওপর অনেক অন্যায়-অত্যাচার করা হয়েছে, তারপরও তিনি আপনাদের ছেড়ে যাননি।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখ রুল ভোটে অংশ নিয়েছেন। আপনাদের কাছে আহ্বান থাকবে- অতীতে যেমন করে আপনারা তার পাশে ছিলেন ঠিক একই ভাবে এবারও মির্জা ফখরু লের পাশে থাক বেন। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মির্জা ফখ রুলের বিজয় নিশ্চিত করবেন।