ডেস্ক নিউজঃবাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে জোট নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন মুফতি সৈয়দ রে জাউল করীম।
উনি ইসলামী ঐক্য নিয়ে খুবই ভিতর থে কে গুরুত্বপূর্ণ দায়িত্ব ও পালন করেছিলেন।
কিন্তু মুফতি ফয়জুল করীম সব লন্ডভন্ড করে দিয়েছে। সে একবার বলে চরমোনাই ১৪৩ আসনে এ প্লাস। আবার বলে ১১০ টি আসন তাদের দিতে হবে।
এমন বিভিন্ন এক রোখা মিডিয়া বক্তব্য দিয়ে বিতর্ক সৃষ্টি করে।
এক পর্যায়ে জামায়াত থেকে ৫০ টি আসন এবং তাতে সরাসরি দুটো আসন বরিশাল ৫ ও ৬ দুটো আসন ছেড়ে দেয়ার পরেও পুরো ইসলামী আন্দোলনকে দুই ভাগে বিভ ক্ত করে ফেলে ফয়জুল করীম।
এতে চরমোনাইয়ের এক পক্ষ চলে যায় মুফতি সৈয়দ রেজাউল করীমের পক্ষে, যারা জামায়াতের সাথে জোটে থাকতে চায়। অন্যদিকে আরেক পক্ষ চলে যায় ফয়জুল করীমের পক্ষে।
যারা জামায়াত থেকে বেরিয়ে আলাদা হয়ে যেতে চায়। এমনকি এক পর্যায়ে ভাইয়ের সাথে ভাইয়েরও বাকবি তন্ডা হয়।
তাই অচীরেই ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি সৈয় দ রেজাউল করীম ও ফয়জুল করীমের মাঝে দুই ভাগে বিভক্ত হতে যাচ্ছে।
Bartabd24.com সব খবর সবার আগে