Breaking News

চৌগাছায় বিএনপির অঙ্গসংগঠনের সমন্বয় সভা

চৌগাছা (যশোর) প্রতিনিধি:যশোরের চৌগাছায় বিএ নপির অঙ্গসংগঠনগুলোর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিতে তিন অঙ্গসংগঠনকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে শহরের ডিভাইন সেন্টারে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা।

পৌর যুবদলের নেতা সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায়- বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয় র সেলিম রেজা আওলিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহŸায়ক আলী হায়দার রানা।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা যুবদলের আহŸায়ক এম এ মান্নান, সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক কামরুজ্জামান স্বপন, সদস্য সচিব জামাল উদ্দীন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন ইসলাম তুহিন ও সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান শয়ন প্রমুখ।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …