Breaking News

দুর্গাপুরে অবৈধভাবে মাটি কাটায় ফের ভেকু নিস্ক্রীয়

  1. আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটার অপরাধে উপজেলার জয়নগর ইউনিয়নের (ইউপি) আনুলিয়ার বিল এলা।কায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচা লনা করেন উপজেলা সহকা রী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। এ সময় ফসলি জমির উপরি ভা গের উর্বরা মাটি  (টপসয়েল) কাটার অপরাধে   ২টি এক্সেভেটর (ভেকু) নিষ্ক্রীয়  ও ৪টি ব্যাটারি জব্দ করা হয়।
    জানা গেছে,গত ১৪ জানুয়ারি বুধবার  রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা নুর তানজু আনুলি য়ার বিল এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২টি ভেকু নিস্ক্রীয় ও ৪টি ব্যাটারী জব্দ করেন।
    এদিকে অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। তবে পরিবহনের সুযোগ না থাকায় ২টি এস্কেভেটরটি (ভে কু) অকেজো করে দিয়েছেন। এবিষয়ে উপজেলা সহ কারী কমিশনার (ভুমি) লায়লা নুর তানজু বলেন, অবৈ ধ পুকুর খনন ও ফসলী জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত থাকবে।
    এদিকে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃষি জমি রক্ষা করায় সাধারণ মানুষ অভিযানের ভুয়সী প্রশংসা করেছেন। #

About admin

Check Also

ঝিনাইদহে স্কুল শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও বল বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি:: ঝিনাইদহে স্কুল পড়–য়া শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও ফুট বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার …