Breaking News

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায়  কাজী ওবায়দুর রহমানকে সংবর্ধনা

মাদারীপুর প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাদারীপুর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হওয়ায় মাদ্রা উচ্চ বিদ্যা লয় ও কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি)সকালে মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর  আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় কলেজের প্রভাষক শিক্ষক শিক্ষার্থী কার্য পরিষ দের  পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
‎ ‎
জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন ও গুণী অধ্যক্ষ নির্বাচন উপলক্ষে মাদারীপুর জেলায় শ্রেষ্ঠ গুণী প্রধান অধ্যক্ষ নির্বাচিত হন মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলে জের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান।পরে মাদারীপুর জেলা  কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাকে শ্রেষ্ঠ গুণী অধ্যক্ষ নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমা নের দক্ষ নেতৃত্ব, শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টা ও সুশাসনের কারণে মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজ আজ একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাঁর এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির জন্য গর্বের এবং ভবিষ্যতে শিক্ষা কার্যক্রমে আরও অগ্রগতির অনুপ্রেরণা হয়ে থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান অনুভূ তি প্রকাশ করে বলেন, এই সম্মান একার নয়, এটি মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্ম কর্তা-কর্মচারী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার মান উন্ন য়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদরা উচ্চ বিদ্যালয় ও কলে জের  প্রতিষ্ঠাতা সদস্য মো: আব্দুস সালাম, বিশিষ্ট শিক্ষা অনুরাগী আজগর আলী চোকদার ,প্রতিষ্ঠানের দাতা সদ স্য আনোয়ার হোসেন মোল্লা, ম্যানেজিং কমিটির সদস্য  আহসান হাবিব, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভি ভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছি লেন।

About admin

Check Also

ঝিনাইদহে স্কুল শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও বল বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি:: ঝিনাইদহে স্কুল পড়–য়া শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও ফুট বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার …