মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ বিশ্ব হাত ধোয়া দিবস উপ লক্ষে নওগাঁয় হাত ধোয়ার কৌশল প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজে চত্বরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়ো জন করে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। আলোচনা সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে র নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টি,এম,এ
মমিন, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরি ফুর রহমানসহ অন্যান্যরা। সভায় জনস্বাস্থ্য রক্ষায় হাত ধো য়ার উপকারিতা নিয়ে সচেতনতামুলক আলোচনা করা হয়।
এদিকে ‘হাত ধোয়ার নায়ক হনথ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যা লি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণা ঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান
সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠি ত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।
Bartabd24.com সব খবর সবার আগে