Breaking News

নবীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

মাসুম মির্জা ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারের সাবেক সাধারণ স ম্পাদক আশরাফুল আলম জনির ইসলাম মিষ্টান্ন ভান্ডা রের পশ্চিম দিকের জালাল উদ্দিনের মার্কেটে আজ, (০৩/১১) রোজ সোমবার ভোর ৫:৩০ মিনিটে দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় মোট ৩ জন মালিকের ৯টি শাটারের মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথ মিকভাবে জানা গেছে।

​স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর প্রায় ৫ টা ৩০ মিনিটে দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ভোরবেলা হওয়ায় বাজারের সকল দোকান বন্ধ ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

​অগ্নিকাণ্ডে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, তা রা হলেন ​নারায়ণ সাহা ৩টি শাটার ​স্বপন চন্দ্র সাহা ২টি শাটার ​আক্তার হোসেনের ৪টি শাটার মোট ৯টি শাটার পুড়েছে।

​আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা প্রথমে আগুন নিয় ন্ত্রণের চেষ্টা চালান। পরে নবীনগর ফায়ার সার্ভিস ও সি ভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

​ফায়ার সার্ভিসের টিম লিডার দেবব্রত সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জালাল উদ্দিনের মার্কেটে ব্যবসায়িক আক্তার হোসেন জা নান আমার এই মার্কেটে ৪টি শাটার ২টি শাটারের ভিতরে আগুনে পুড়ে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার মালামাল নষ্ট হয় আমি ভোর রাতে খবর পেয়ে আসি এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাই ফায়ার সার্ভিস এসে পানির লাইন ঠিক করতে করতেই এক ঘণ্টার বেশি সময় লেগে যায় পরবর্তীতে তারা আগুন নিয়ন্ত্রনে আনে কিন্তু আমার বিশাল বড় ক্ষতি হয়ে যাই।

​অগ্নিকাণ্ডের এই ঘটনায় নবীনগর বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …