হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ও কোলা ইউনিয়নে যৌথভাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম মোল্লা এবং সঞ্চালনা করেন কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদ হ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজি দ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতিকের মনোনীত প্রার্থী রাশেদ খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা সদ স্য মুর্শিদা জামান বেল্টু, ঝিনাইদহ সদর বিএনপির সভা পতি মুন্সি কামাল আজাদ পান্নু সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
প্রধান বক্তার বক্তব্যে রাশেদ খাঁন বলেন, বিএনপির ভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছেন।
তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যব দ্ধভাবে কাজ করতে হবে।
পাশাপাশি তিনি বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, দেশের গণতন্ত্র ও মানু ষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচাল না করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাক র্মীরা উপস্থিত ছিলেন।
Bartabd24.com সব খবর সবার আগে