Breaking News

ডুমুরিয়ায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে চার হাফেজকে পাগড়ী প্রদান.

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা খুলনার ডুমুরিয়া উপজেলায় উলা দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মস জিদ ও জাবেল এ রহমত হাফেজিয়া মাদ্রাসা ও এতি মখানা এর উদ্যোগে ৯ম র্বাষিক তাফসিরুল কোরআ ন মাহফিল বৃহস্পতিবার ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানে চারজন হাফেজকে হাফেজী পাগড়ী বিত রণ করা হয়।

হাফেজী পাগড়ী গ্রহণকারীরা হলেন হাফেজ মোঃ জুবা য়ের ইসলাম, হাফেজ মোঃ শাফায়াত, হাফেজ মোঃ শাকি ব ইসলাম, এবং হাফেজ মোঃ ফরিদুর ইসলাম।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহা জ্ব হযরত মাওলানা খাজা রফিকুজ্জামান শাহ নোয়াপাড়া পীর সাহেব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুর রউফ মল্লিক, যিনি জাবালে রহমত এতিমখানা ও জাবালে রহমত হাফিজেয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি।

এছাড়াও হাফেজদের পিতাদের মাথায় টুপি এবং তসবি পরিয়ে দেওয়া হয়।

এই অনুষ্ঠানটি এলাকার র্ধমপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যা পক উ সাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

প্রধান অতিথি তার বক্তব্যে হাফেজদের কোরআন হেফজ
করার গুরুত্ব এবং ইসলামের আলোকে জীবন পরিচাল নার প্রয়োজনীয়তা সর্ম্পকে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই হাফেজদের এই র্অজনে র্গবি ত এবং তাদের ভবিষ্য সাফল্যের জন্য দোয়া করেন।

এই ধরনের অনুষ্ঠান এলাকার র্ধমীয় ও সামাজিক জীবনে গুরুত্বর্পূণ ভূমিকা পালন করে এবং ইসলামের মূল্যবোধ প্রচারে সহায়ক হয়।

About admin

Check Also

পত্নীতলা ব্যাটালিয়নের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নী তলায় ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন-এর ৫৯তম প্রতি ষ্ঠা …