Breaking News

তানোরে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা জনমনে স্বত্তি

আলিফ হোসেন,তানোরঃরাজশাহীর তানোরে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) মাটি কাটা ও বহনের দায়ে তামান্না হিমাগারের ম্যানেজার বিশ্ব নাথ শর্মাকে ৫ লাখ টাকা এবং মাটি দালাল সালাম বেপা রিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও অবৈধ কাজে ব্যবহৃত দুটি এক্সকেভেটর (ভেকু) মেশিনের ব্যাটারি জব্দ এবং পরিবহনের সুযোগ না থাকা য় দুটি ভেকু মেশিন বিকল করা হয়েছে। এদিকে অভিযান পরিচালনা ও জরিমানা আদায় করায় জনমনে পরম স্বত্তি বিরাজ করছে।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুধবার গভীর রাতে উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন তানোর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক।

সুত্র জানিয়েছে, অবৈধভাবে কৃষি ডাঙ্গা জমি থেকে রাতে র আঁধারে কেটে নিয়ে মাটি তামান্না হিমাগারের জমি ও জলাশয় ভরাট করতে ব্যবহার করা হচ্ছিল।

প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে অভি যোগের সত্যতা নিশ্চিত করে এবং ঘটনাস্থলে জরিমানা আদায় করে।

এবিষয়ে সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক বলেন, ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আই নের আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষিজমি ও উঁচু-নিচু জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সুযোগ নেই, যারা এই আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষে প নেওয়া হবে।তিনি বলেন,এই অভিযান পরিচালনা চল মান থাকবে।

এদিকে একাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃষি জমি রক্ষা করায় সাধারণ মানুষ অভিযানের ভুয়সী প্রশংসা করেছেন।একইসঙ্গে নিয়মিত অভিযান পরিচাল না করার অনুরোধ করেছেন।#

About admin

Check Also

পত্নীতলায় সন্তানকে নদীতে ফেলে দিল মা, পুলিশের সহায়তায় উদ্ধার

আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – নওগাঁর পত্নী তলায় ১৬ মাস বয়সী শিশু রুপসাকে নদীতে …