Breaking News

পাইকগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৮জানুয◌়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউ জ্জামান চৌধুরী। উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ আব্দু স সামাদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করে ন, বিসিএসআইআর-এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অজয় কান্তি মন্ডল ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মাশ রাফি-বিন মুবারক।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মলি-ক, উপজেলা কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিমরায়, সরকারী বালিকা বিদ্যাল য়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহাব। পল-ী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, মাধ্যমিক শিক্ষা অফি সার শাহজাহান আলী শেখসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এসময় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনীর আয়োজন করা হয়।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …