Breaking News

পুঠিয়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী)ঃ
পুঠিয়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ও জাতীয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয়।
পরে পুঠিয়া উপজেলা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্প ণের মধ্য দিয়ে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার লি য়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ।
এছাড়াও রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ও বিএনপির অঙ্গ-সহ যোগী সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের দিনের অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়।
দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। পরে উপজেলা অডিটোরিয়াম হলে পুঠিয়া উপজেলা র বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য দের সংর্বধণা ও মহান বিজয় দিবসের উপর আলোচনা সভার আয়োজন করা হয়।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …

One comment

  1. পুঠিয়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন