Breaking News
0-0x0-1-0-{}-0-0#

শীতার্তদের পাশে হিলফুল ফুযুল ইসলামী সেবা সংস্থা মোংলায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ

মোঃ আবু বকর সিদ্দিক  মোংলা (বাগেরহাট):
শীত মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের কষ্ট লাঘবে হিলফুল ফুযুল ইসলামী সেবা সংস্থা মোংলার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় মোংলার স্থানীয় বিএলএস চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা দেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহা ম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, শীত মৌসুমে দরি দ্র ও অস হায় মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই কমে আসে।
প্রধান অতিথি আরও বলেন, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চাই একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের প্রধান ভিত্তি।
শীত বস্ত্র বিতরণের মতো কর্মসূচি মানুষের মধ্যে সহমর্মি তা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং সামাজি ক বন্ধনকে আরও সুদৃঢ় করে।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, শীত মৌসুমে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো তাদের একটি ধারাবাহিক মানবিক কর্মসূচি।
ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রা খার পাশাপাশি শিক্ষা ও সমাজক ল্যাণমূলক উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত । #

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …