সাতক্ষিরা প্রতিনিধি:পারিবারিক জমাজমি সংক্রান্ত বিরো ধের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে সন্ত্রা সীরা ।
আহত ব্যক্তি হলো সাতক্ষীরা সদর উপজেলার নীলেখাল ( খানপুর ) গ্রামের মৃত দরবেশ আলীর ছেলে আখের আ লী (৫৫)।
এলাকাবাসী জানায়, শীবপুর ইউনি য়ানের আ.লীগ নেতা মাদক , হত্যা সহ ১৯ মামলার আসামী আখের আলী দীর্ঘ দিন এলাকাতে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আস ছিল ।
পতিত সরকারের সময় তারদা পেটে এলাকা তে মাদক , চোরচালান সহ বিভিন্ন অসামাজিক করে আসছিল । দীর্ঘ দিন গা ঢাকা থেকে বিভিন্ন স্থানে থেকে অপকর্ম পরিচা লানা করে। আখের আলীর প্রতিবেশী আব্দুল জব্বার জানান , জমিজমা নিয়ে আখের আলীর ভাইদের সাথে বিরোধ চলছিল ।
সম্প্রতি আখের আলী বাড়ীতে আসে বুধরার সন্ধ্যায় বাড়ীর পাশে মসজিদে নামাজ পড়তে গেলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি মারপিট করে।
গুরুত্বর আহত অবস্থায় মুসুল্লিরা উদ্ধার করে সদর হাস পাতালে ভর্তি করে।
আহত আখের আলী চিকিৎধীন অবস্থায় জানান, কে রা কারা আমাকে বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করে পালিয়ে যায় । এব্যপারে মামলার প্রস্তুতি নিচ্ছি।
Bartabd24.com সব খবর সবার আগে