Breaking News

সাতক্ষীরায় শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি।।
শহীদ শরীফ ওসমান হাদীর স্বরণে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকে ট টুর্নামেন্ট -২০২৬।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টে র আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

ক্রিকেট লায়ন্স একাডেমি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের যৌথ উদ্যেগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাশেম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঃ মাসুদুর রহমান, পিপিএম।

পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, শহীদ ওসমান হাদী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, আধি পত্যবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা।

তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে জীবন দিয়ে দেশের জন্য, সুস্থ সাংস্কৃতির জন্য কাজ করতে হয়।

এদেশের মানুষ কখনো শহীদ শরীফ ওসমান হাদীকে ভুলবে না। অনুষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মুঃ আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেন, জাতীয়তাছাত্র দলে সাতক্ষীরা সদস্য সচিব শাহিন ইসলাম, ইসলামি ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি আব্দুল মুকিত ,জেলা ছাত্রদলের অর্ঘ্য বিন জুয়েল, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক হাসিবুল ইসলাম রুমন, আপ বাংলাদেশ সাত ক্ষীরা জেলা আহ্বায়ক আক্তারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …