শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈল কুপা পৌরসভার কবিরপুরের মসজিদ এলাকা নামক স্থানে চলন্ত মোটরসাইকেলের পিছন থেকে পড়ে আসলা ম হোসেন( ১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
।
নিহত আসলাম কবিরপুর গ্রামের নাছেম আলীর ছেলে।
শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।এলাকাবাসী সুত্রে জানা গেছে বন্ধুর সাথে মোটরসাইকেলে চরে যাওয়ার সময় আ সলাম হঠাৎ চলন্ত মোটরসাইকেল থেকে পাকা রাস্তার উপর পড়ে যায়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতা লে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করে।
এ ব্যাপারে শৈলকূপা থানার ওসি তদন্ত শাকিল আহমেদ জানান মোটরসাইকেল থেকে পরে আসলাম নামের এক কিশোর মারা গেছে ।
পরিবার থেকে কোন অভিযোগ না থাকাই পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
Bartabd24.com সব খবর সবার আগে