Breaking News

গোদাগাড়ীর দেওপাড়া ইউপি বিএনপির কর্মীসভা 

আলিফ হোসেন,তানোরঃ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের জন্য বিএ নপি সারাদেশ প্রার্থী ঘোষণা করে।ছেন।

এরই ধারাবাহিকতায় রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন  বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচি ব ও উপদেষ্টা পরিষদের  সদস্য মেজর জেনারেল (অবঃ) শরী ফ উদ্দিন।

এদিকে শুক্রবার (২১ নভেম্বর) তিনি দিনব্যাপি দেওপাড়া ইউনিয়নের (ইউপি) প্রতিটি ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র কমি টি গঠনের লক্ষে সকল কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এদিন দেওপাড়া ইউনিয়নের (ইউপি) ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মীসভায় সংশ্লিষ্ট  ওয়ার্ড  বিএনপির সভাপতিগণ সভাপতিত্ব ও সম্পাদ কগ ণ সঞ্চালনা  করেন। এসব সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা সদস্য সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএন পির সাবেক আহ্বায়ক অধ্যাপক আব্দুল মালেক, বর্তমান সহ-সভাপ তি নজরুল ইসলাম, দেওপাড়া ইউনি য়ন বিএনপির সভা পতি আব্দুল হাই টুনু, বিএনপি নেতা মুর্তজা, দেওপা ড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সাম্পা দক মোস্তফা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবি উল ইসলাম অরণ্য কুসুম, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ, যুগ্ম আহ্বায়ক পাইলট, গোদাগাড়ী উপ জেলা ছাত্রদলের আহ্বায়ক বিদ্যুৎ, উপ জেলা স্বেচ্ছাসে বকদলের সদস্য সচিব শুভ ও দপ্তর সাম্পাদক হাবিবপ্র মুখ।

এছাড়াও বিএনপি এবং সহযোগী  সংগঠনের নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।

এদিন প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ধানের শীষ হচ্ছে জনগণের জানমাল রক্ষার প্রতিক। বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন সব শ্রেণিপেশার মানুষ সুখে-শান্তিতে থাকে। তারা নিশ্চিন্তে ব্যবসা-বাণিজ্য করতে পারে।

রাতে নিরাপদে ঘুমাতে পারে। মানুষ নির্বিঘ্নে চলাচল কর তে পারে। তিনি বলেন, পতিত সরকারের আমলে মানুষ হারিয়ে ছিলো তার সকল স্বকীয়তা।

কেউ নিজের মত করে চলতে ও বলতে পারেনি। সতের বছরে কেউ ভোট দিতে পারেনি। ডামি নির্বাচন ও দিনের ভোট রাতে এবং জবরদস্তি করে ভোট নিয়ে তিনি বার বার সংসদে গেছেন।

তিনি আরো বলেন, বিগত সতের বছরে বাংলাদেশকে পতিত সরকার তলাবিহিন ঝুড়িতে পরিণত করেছে।

মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। শুধু তাইনয় বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। তিনি বলেন, গত বছ রের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতিত সরকারের প্রধানমন্ত্রীসহ তার সকল দোসরা দেশ ছেড়ে পালিয়েছে। যাওয়ার পুর্বে প্রায় দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা এবং প্রায় বিশ হাজার জন মানুষকে আহমত করেছে।

প্রধান অতিথি আরো বলেন, পতিত সর কার চলে যাওয়া র পরে দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। কিন্তু একটি দল নির্বাচন পেছানোর জন্য নানা ষড়যন্ত্র করছে।

তারা একবার বলছে পিআর পদ্ধতি না হলে দেশে নির্বাচ ন হতে দেয়া হবে না। আবার বলছে প্রথমে সংস্কার, এখন বলছে গণভোট ছাড়া নির্বাচন হবে না। তারা এগুলো করে নির্বাচন পেছানোর গভীর ষড়যন্ত্র করছে।

কিন্তু তারা অনেক আগে থেকেই তাদের প্রার্থী ঘোষণা করে নির্বাচনী প্রচারণাও করছে বলে জানান তিনি। এই মোনাফেক দলের কোন ষড়যন্ত্রই এ দেশের মানুষ মেনে নেবে না। যথা সময়ে নির্বাচন হবে।

এই নির্বাচনে দেশকে বাঁচাতে এবং দেশের গণতন্ত্র পুনরু দ্ধার করতে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।

একইসঙ্গে  ভোট বাঁনচালের সকল ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।#

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …