Breaking News

ঠাকুরগাঁওয়ে চার মাসের সুমাইয়া বাঁচতে চায় ? 

 রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর গোয়াল পাড়া ঈদগাঁ মাঠ এলাকার জীবন-মরণের লড়া ইয়ে অবিচল সংগ্রাম করে যাচ্ছে সুমাইয়া। দুরারোগ্য ব্যা ধিতে আক্রান্ত এই কিশোরীর চিকিৎসার জন্যপ্রয়োজন জরুরি অর্থ সহায়তা।
 তার হার্ড ফুটা হয়ে গেছে। পরিবারটি আর্থিকভাবে অ ত্যন্ত অসচ্ছল হওয়ায় চিকিৎসা ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ডাক্তার বলেছেন ১৫ লাখ টাকা লাগবে। সুমাইয়া কে বাঁচাতে।
সুমাইয়ার স্বজনরা জানিয়েছেন, দ্রুত চিকিৎসা না হলে তার জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।
তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও সবার কাছে তারা সাহায্য প্রার্থনা করেছেন।
এক টুকরো সহায়তা সুমাইয়ার প্রাণ বাঁচাতে পারে—এমন ই আবেদন সবার কাছে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …