Breaking News

ডুমুরিয়ায় বিশেষ অভিযানে পুশকৃত চিংডি় জব্দ, ব্যবসায়ীদের র্অথদণ্ড

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনা জেলার ডুমুরিয়ায় চিংডি়তে জেলি পুশ করে ওজন বাড়ানোর অপচেষ্টার বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযা নে দুই ব্যবসায়ীকে র্অথদণ্ড এবং পুশকৃত.চিংডি় জব্দকরা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর ২০২৫) বিকাল ৩টা থেকে ৫টার্পযন্ত এ অভিযান পরিচালনা করে ডুমুরিয়া সিনিয়র উপজেলা ম স্য র্কমর্কতার র্কাযালয়।

ম স্য ও ম স্য পণ্য (পরির্দশন ও মান নিয়ন্ত্রণ) বিধিমালা ১৯৯৭ সংশোধিত ২০০৮)” অনুযায়ী পরিচালিত এ অভি যানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা ম স্য র্কমর্কতা সো হেল মোঃ জিল্লুর রহমান রিগান।

অভিযানে প্রথমেই ডুমুরিয়া বাজারের মের্সাস সাগর ফিসে চিংডি়তে জেলি পুশের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে ডিপোকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া

১০ কেজি পুশকৃত চিংডি় ও প্রায় ৩০ কেজি জেলি জব্দ করা হয়। একই বাজারের মের্সাস মোল্যা ফিসেও পানি পুশের প্রস্তুতি নিতে দেখা গেলে ডিপো মালিককে ৪ হাজা র টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ডুমুরিয়া বাজারের ভাই ভাই ফিস, আবির ফিস, আয়শা ফিস, সঞ্জিত ফিস ও শ্রুতি ফিস—এই পাঁচ ডিপোকে ১
হাজার টাকা করে র্অথদণ্ড দেয়া হয়। তবে এসব ডিপো থেকে কোনো পুশকৃত চিংডি় পাওয়া যায়নি।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ম স্য দপ্ত রের ক্ষেত্র সহকারী কেএম মহসিন আলম, অফিস সহ কারী মোঃ সাইফুল্লাহসহ দপ্তরের অন্যান্য র্কমর্কতা-র্কম চারী।

বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য চিংডি় র্দীঘদিন ধরে আর্ন্তজাতিক বাজারে সুনাম র্অজন করেছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর জেলি বা অন্যান্য পর্দাথ পুশ করে কৃত্রিমভাবে ওজন বৃদ্ধি করার অপচেষ্টায় এই সুনাম ঝুঁকি র মুখে পড়ছে।

বিশেষজ্ঞদের মতে, এমন প্রতারণা শুধু ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় না, বরং দেশের বৈদেশিক বাণিজ্যেও নেতি বাচক প্রভাব ফেলে।

অভিযান শেষে সিনিয়র উপজেলা ম স্য র্কমর্কতা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, “পুশকৃত চিংডি় প্রতা রণার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।

এ ধরনের অপর্কমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। ভোক্তাদেরও সচেতন থাকতে হবে।”

বিশেষজ্ঞদের মতামত, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের অন্যান্য উপজেলায়ও এমন অভিযান জোরদার করা গে লে চিংডি় শিল্পে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে এবং আর্ন্তজাতিক বাজারে বাংলাদেশের সুনাম আরও শক্তি শালী হবে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …

One comment

  1. ডুমুরিয়ায় বিশেষ অভিযানে পুশকৃত চিংডি় জব্দ, ব্যবসায়ীদের র্অথদণ্ড