Breaking News

নওগাঁয় বার্ষিক রিভিউ ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় বার্ষিক রিভিউ ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় নাগরিক সংযোগ সিএসও হাব কার্যালয়ে একশনএইড ও ইউরোপিয়ানের সহযো গিতায়.সিএসও হাব ও বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাই জেশন (বিডিও) এর আয়োজন করেন।

এতে সভাপতিত্ব করেন রানী এনজিও’র প্রধান.নির্বাহী ফজলুল হক খান। সুশীল সাপোর্টিং দ্যা ইউনিটি অ্যাড
সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটিঅর্গানাইজেশনস
(সিএসওস) টু আপ হোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি.অ্যাড রুল অব ল ইন বাংলাদেশ’র বার্ষিক রিভি উ ও পরিকল্পনা বিষয়ক.কর্মশালায় বিগত সময়ের কাজে র পর্যালোচনা তুলে ধরেন সুশীল প্রকল্পের জেলা সমন্বয় কারী শামসুল হক।

এসময় উপসিস্থ ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লারে সভাপতি রায়হান আলম, সাধারন সম্পা দক বেলায়েত।হোসেন, নিশান এনজিও’র প্রধান নির্বাহী মাহিদুর রহমান, ক্রেডিট সুপারভাইজার বিডিও আসাফ উদ্দৌলাসহ অন্যান্যরা।

 

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …