মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে নওগাঁয় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তি পরি ষদ নওগাঁ’র প্রাণ পুরুষ প্রয়াত রফিকুদ্দৌলা রাব্বী’র প্রথ ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
আবৃত্তি পরিষদ নওগাঁ “ আপন” আয়োজিত এসব কর্ম সূচীতে স্থানীয় সকল সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাংস্কৃতি অনুরাগী ব্যক্তিরা এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দিনের শুরুতেই মঙ্গলবার সকাল ৮টায় পুরাতন কালেক্ট রেট ভবন সংলগ্ন আবৃত্তি পরিষদ চত্বর থেকে বের করা হয় একটি শোক র্যালী।
শোকর্যালীসহ কেন্দ্রীয় গোরস্থানে গিয়ে রাব্বীর কবর জিয়ারত ও দোয়া করা হয়। দুপুরে শহরের চকরামচন্দ্র মহল্লায় অবস্থিত হামিদুর রহমান মাদরাসায় কোরান খানি
এবং ঐ মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার পরি বেশন করা হয়।
সন্ধ্যা ৭টা থেকে মুক্তিরমোড়ে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ চত্বরে স্মৃতি কথন, আবৃত্তি প্রযোজনা ও রাব্বীর বিভিন্ন কার্যক্রম সম্বলিত ভিডিও প্রদর্শন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবৃত্তি পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বর্তমান সহ-সভাপতি মোঃকায়েস উদ্দিন।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন আপন-এর উপদেষ্টা অব সরপ্রাপ্ত এ্যাসোসিয়েট প্রফেসর কবি আতাউল হক সিদ্দিকী, আপন-এর উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফে সর মোঃ শরিফুল ইসলাম খান, নজরুল একাডেমীর সভা পতি ও মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক এস এমসিরাজুল ইসলাম, নওগাঁ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ নবির উদ্দিন, রাজশাহী বিশ^ বিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান আবৃত্তি পরিষদের উপদেষ্টা শাবিন শাহরিয়ার, বিয়াম ল্যাবরেটরী স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ শরিফুর রহমান সাকিব, নওগাঁ সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মনোয়ার হোসেন লিটন, জহির রায়হান চলচ্চিত্র সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি রহমান রায়হান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্র শিল্পী তাহমিদুর রহমান মনন, নাট্য সংগঠক রাজা ফকির, কবি রবু শেঠ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষক মোঃ হাসমত আলী, আবৃত্তি পরিষদের
ভারপ্রাপ্ত সম্পাদক এবং প্রয়াত রাব্বীর স্ত্রী মাহমুদা সিদ্দি কী মায়া, নৃত্য শিল্পী মনোয়ার হোসেন, আবৃত্তি শিল্পী মোঃ লুৎফর রহমান ও কঙ্কন
এম নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কমান্ডার আব্দুল মান্নান প্রামানিক,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. পি এম কামরুজ্জামান,প্রশাসনিক কর্মকর্তা মো.মোয়া জ্জেম হোসেন,উপজেলার সফল উদ্দোক্তা মো.সলেমিন ও ডাঃ মির্জা মো.নাদিম হোসন প্রমূখ।
মজুমদারসহ বিশিষ্ট সংস্কৃতিজন। পরে আবৃত্তি পরিষদের সদস্যদের পরিবেশনায় মোট ৪টি আবৃত্তি প্রযোজনা পরি বেশিত হয়। এ সময় প্রয়াত রাব্বীর বিভিন্ন কার্যক্র মের উপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
এসব প্রযোজনায় অংশগ্রহণ করেন মোঃ কায়েস উদ্দিন, এ্যাড. জাহাঙ্গীর ইসলাম বুলবুল, খান মোঃ মযাহারুল ইসলাম, তামিম মাহমুদ, ইসমত আরা স্বপ্না, শারমিন আরা মওসুমী, নূর নাহার সুষমা সাথী,সাভিয়া নাজনীন নীলা, কামরুল হক হিরন, এ্যাড. মনসুর আলী রানা, নওরীন শারমীন, মাহমুদা সিদ্দিকা মায়া পারমিতা রায়। আবৃত্তি প্রযোজনা গুলোর নির্দেশনা দেন অসীম কুমার মোহন্ত।
Bartabd24.com সব খবর সবার আগে