ঝিনাইদহ প্রতিনিধি:
খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, টি.ও লাইসেন্স এবং সার।সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধনের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন ও।স্মারক লিপি।প্রদান করা হয়েছে।
রোববার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুচরা সার।বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ এ কর্মসূচীর আয়োজন করে।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার ছয়টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের খুচরা সার।বিক্রেতারা অংশ নেয়।
ঘন্টাব্যাচী চলা এই কর্মসূচীতে সংগঠনটির জেলা শাখার
সভাপতি সায়েদুল আলম বাদশা, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সদর উপজেলার শাখার।সভাপতি তরিকুল ইস লাম টিপু, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান,।হরিণাকুন্ডু উপজেলা শাখার সভাপতি শামীম আহমেদ (চাঁন), শৈলকুপা উপজেলা।শাখার সভাপতি বাবুল আক্তার, মহেশপুর শাখার সভাপতি উজ্জল হোসে ন,।কোটচাঁদপুর উপজেলা শাখার সাধারণ সম্পা দক ওবাইদুল মিয়াসহ অন্যান্যরা বক্তব্য।রাখেন।
এসময় বক্তারা বলেন, ২০০৯ সালে সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে।খুচরা সার বিক্রয়ের অনুমতি ও অনুমোদন টি.ও লাইসেন্স দেওয়া হয়। কিন্তু ২০২৫
সালে এসে এ নীতিমালার খসড়া অনুমোদন স্থগিত করে। পাশাপাশি ২০২৬ সালের।মার্চ মাসে এ সুবিধা স্থগিতের নির্দেশনা জারি হয়েছে।
এই নির্দেশনার ফলে।খুচরা সার ব্যবসায়ী ও ডিলাররা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ২০০৯ সালের এ নীতিমালা
বহাল রাখার দাবিতে বর্তমান সরকারের নিকট জোর দাবি জানান।
Bartabd24.com সব খবর সবার আগে