Breaking News

কেশবপুরে অস্ত্র-গুলি, গাঁজা ইয়াবাসহ  ৪জন গ্রেফতার 

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর :
কেশবপুরে যৌথ বাহিনীর অভিযানে ১টি বিদেশী পিস্তল, ৫টি গুলি, ১টি ম্যাগাজিন, ৭টি দেশীয় দা, ১টি খুর, ২টি রামদা, ২টি ইলেকট্রিক শক দেওয়া মেশিন, ১টি টাকা গোনার মেশিন, ৪টি খালি মদের বোতল, ১টি চায়নিজ কুরাল, ১টি চাপাতি, ৩০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম সহ ৪ জনকে আটক করেছে।
অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনা তাদের বিরুদ্ধে থানায় পৃথক-পৃথক মামলা হয়েছে। যার মামলা নং-৫/১৭৬ মামলা নং-৬/১৭৭।
আসামীরা হলেন, পৌর শহরের ভোগতী গ্রামের আব্দুল আজিজ মোড়লের ছেলে আলমগীর হোসেন (৪০), আ রেক ছেলে কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবা য়ক জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৭), মূলগ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল (২২) ও আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ওলিয়ার রহমান উজ্জল (৩৮)।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …