Breaking News

বাগেরহাট গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালো চনা ও করণীয় শীর্ষক অর্ধ – বার্ষিক  সমন্বয় সভা  অনু ষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৮ ডিসেম্বর) সকাল জেলা প্রশাসকের সম্মে লন কক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেনক স্থানীয় সরকারের উপ পরিচালক ডা: মোঃ ফখরুল হাসান।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, নয়টি উপজেলার সম্মা নিত উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও ৭৫ টি ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তারা আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও পিএফএ সহ উপজেলা সমন্বয় কারীগণ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে পাঁচটি করে মামলা টার্গেট অর্জন করতে হবে।

গ্রাম আদালতের প্রচার-প্রচারণার কার্যক্রম চালিয়ে যেতে হবে, বাগেরহাট জেলাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। গ্রাম আদালত তৃণমূল পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ উচ্চ আদা লতে মামলার জট কমাতে আমাদের গ্রাম আদালতের উপরে বেশি গুরুত্ব দিতে হবে।

পাশাপাশি তৃণমূল পর্যায়ে মানুষের আইনি সেবা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন, গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার, নাজমুল হাসান।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …